প্রচ্ছদ » » আব্দুস সাত্তার সুমন পেলেন গুণীজন সংবর্ধনা
আব্দুস সাত্তার সুমন পেলেন গুণীজন সংবর্ধনা
- দৈনিক নবোদয় ডট কম
- আপডেট: Monday, November 18, 2024 - 11:47 am
- News Editor
- পঠিত হয়েছে: 37 বার
আস সুফিয়া সাহিত্য সংস্কৃতিক পরিষদ থেকে গুণীজন সংবর্ধনা পেলেন ঢাকা মিরপুরের কবি আব্দুস সাত্তার সুমন প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদ।
পালিত হয়ে গেল ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শুক্রবার দুপুর ২.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, সেগুনবাগিচা, ঢাকায় আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আবহে অনুষ্টিত এই আয়োজনে সংগঠনটির প্রধান উপদেষ্টা উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওঃ মোঃ কামরুজ্জামান দা.বা. এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি কবি, গবেষক ও বহুগন্থ প্রণেতা প্রাকৃতজ শামিমরুমি টিটন, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সম্পাদক ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির উপপরিচালক ইমরুল ইউসুফ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আলমগীর হোসেন জুয়েল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক আমিনুল ইসলাম, কবি শিক্ষক ও সংগঠক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গীতিকার ও সুরকার মেহেদী হাসান লিটন, ভারতের কবি ও সংগঠক নিহার রঞ্জন দেবনাথ, কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার, লেখক ও সংগঠক অধ্যক্ষ নেছার আলী, কবি ও সাহিত্যিক কাজি মুকুল, ভারতের কবি ও সংগঠক সোমনাথ চক্রবর্তী সুমন, কবি ও সংগঠক মুহাম্মদ আমির হোসেন, কবি ও সংগঠক লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের, কবি ও সংগঠক ডা. আব্দুল হাকিম, কবি ও সাহিত্যিক প্রকৌশলী মো. শাহানুর রশিদ, নজরুল গবেষক ও বাচিকশিল্পী রেজাউল হোসাইন টিটো মুন্সী, কবি ও সাংবাদিক রবিউল ইসলাম (রবি কবি), কবি ও সংগঠক ইলোরা সোমা, কবি ও সংগঠক খাজা হারুন, কবি ও সংগঠক আব্দুস সাত্তার সুমন প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক গুলে জান্নাত আফরোজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সাহিত্যের নানাদিক আলোচনার পাশাপাশি আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ভূয়শী প্রশংসা করেন, এমন আয়োজন সংগঠনের বিস্তারে ভূমিকা রাখবে এবং সাহিত্যসেবিদের নতুন নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে। এমন আন্তরিক আয়োজনের জন্য সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির সহ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর প্রধান সমন্বয়ক আর মজিব, পুরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহরিয়ার কবির ও সভাপতি শাহনাজ পারভীন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও ইসলামীক সংগীত পরিবেশন করেন আগত কবি-সাহিত্যিকরা। সবশেষে আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মধ্যে সাহিত্যের পথে হাঁটার স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে উৎসাহিত করা হয়। পরে সংগঠনটির পরিচালক এইচ এম শাহরিয়ার কবির এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।