মেহেদী আকিব শাহ্ আল আজহারী’র ডিগ্রি অর্জন
চট্টগ্রাম ব্যুরোঃ আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে মেহেদী আকিব শাহ আল আজহারী গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন।
মেধাবী এই তরুণ আলেম বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামের ফয়’স লেক সংলগ্ন দারুল হুদা দরবারে গাওসীয়া শরিফের সাজ্জাদানশীন, দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট)’র পরিচালক, আল্লামা শাহসুফি পীর বেলায়েত হোসেন আল ক্বাদেরী (মা.জি.আ.)’র শাহজাদা এবং অলিয়ে কামেল, হাদিয়ে জামান, আলহাজ্ব শাহ্সূফি পীর ক্বারী নুরুল হুদা আল ক্বাদেরী (রহ.)’র দৌহিত্র।
এই অর্জনে শাহজাদা মেহেদী আকিব শাহ্ আল আজহারীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট), মাদ্রাসা-এ নূরীয়া কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সেলসেলার মুহেব্বীন, মুরিদীনবৃন্দ।