ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “কনকনে ভোরে”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 26, 2024 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার
আব্দুস সাত্তার সুমন 
তিস্তা নদীর তীরে কজন জেলে মিলে,
মাছ ধরছে একই সাথে স্বচ্ছ পানির ঝিলে।
ভোরে শীতের সকাল সবাই মিলে চলে,
ডিঙ্গি নৌকায় চড়ে গভীর নদীর জলে ।
কুয়াশাতে ঘেরা কনকনে ভোরে,
হাল ধরেছে মাঝি বাইছে যেন জোরে।
শীতল করা হাওয়া মিষ্টি সূর্যের আলো,
হেমন্তেরি সকাল লাগে ভীষণ ভালো।