কবিতা “কনকনে ভোরে”
আব্দুস সাত্তার সুমন
তিস্তা নদীর তীরে কজন জেলে মিলে,
মাছ ধরছে একই সাথে স্বচ্ছ পানির ঝিলে।
ভোরে শীতের সকাল সবাই মিলে চলে,
ডিঙ্গি নৌকায় চড়ে গভীর নদীর জলে ।
কুয়াশাতে ঘেরা কনকনে ভোরে,
হাল ধরেছে মাঝি বাইছে যেন জোরে।
শীতল করা হাওয়া মিষ্টি সূর্যের আলো,
হেমন্তেরি সকাল লাগে ভীষণ ভালো।