ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা মিথ্যা ও ভিত্তিহীন
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশন চার কর্মকর্তা বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা ও অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও কর্মরত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ইউসুফ আলী, সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক। মিথ্যা মামলা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ও ফেইজবুকে আমাদের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ হয়েছে।
আমরা চার কর্মকর্তা চেষ্টা করেছি প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে সম্পাদন করার। আমাদের এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সব সময় আমাকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং এখনো করছে। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়া হয় জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলা হয়েছে।
মামলা নং-৮/২০২৪ যে বিল্ডিং নির্মাণের ২০১৮ সালে আমরা ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্মরত ছিলাম না। আমরা এই মিথ্যা মামলার ও সংবাদ অপপ্রচার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমাদের সামাজিক ও পারিবারিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য এমন মিথ্যা মামলা অপপ্রচার চালানো হচ্ছে। এইসব অপপ্রচার বন্ধ না করা হলে আমি যারা এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো