ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড় চেম্বার অফ কমার্সে নতুন কমিটি গঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 4, 2024 - 5:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন নির্বাহী কমিটি স্বতস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। বুধবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে নির্বাচন কমিশনার মির্জা নাজমুল ইসলাম কাজল এ কমিটি ঘোষণা করেন।

নির্বাচনে নির্ধারিত ৫টি পদে সভাপতি হিসেবে শরীফ হোসেন, সিনিয়র সভাপতি পদে আবু হিরন, সহ-সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী পরিচালকের ১৭টি পদে পঞ্চগড় স্টেডিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৭ জন পরিচালক নির্বাচিত হন। ১,০২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরিচালক পদে নির্বাচিতরা হলেন আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুনুর রশিদ বাবু, এ.টি.এম. কামরুজ্জামান শাহানশাহ, নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানউল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ এবং রাওজুল করিম।

নির্বাচনে শরীফ হোসেন প্যানেলের ১৭ প্রার্থীর মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলের ১১ প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। এছাড়া একজন প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নেন।

নবগঠিত এই কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।