ভারতের আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ মিছিল
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ভারতীয় আগ্রাসন, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বকুলতলা এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড়-টুনিরহাট সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। সেখানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় জাগপার জেলা শাখার সহসভাপতি শামসুজ্জামান নয়ন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বক্তব্য দেন। বক্তারা ত্রিপুরায় হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের উগ্রবাদী সংগঠনগুলো এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বৈরিতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আন্দোলনের মাধ্যমে দিল্লি ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
পঞ্চগড়ে আয়োজিত এই কর্মসূচি ভারতের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দুই দেশের সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানায়। আন্দোলনের মাধ্যমে ন্যায্য প্রতিবাদের এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।