রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন খুনের ঘটনায় হত্যাকারীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুনের ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে সরফভাটা ইউনিয়নের সর্বস্তরের জনসাধাণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মিছিলটি সরফভাটা ইত্যাদি চত্বর থেকে শুরু হয়ে ক্ষেত্রবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে ক্ষেত্রবাজারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের স্থানীয় জনসাধরণ।
ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, নিহতের ছোট শাহাদাত হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মহিবুল্লাহ মারুফী, বিএনপি নেতা মো. সরওয়ার, মো. কুসুম চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী খালেদ, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা দিদারুল আলম, সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুল হাসান চৌধুরী, নুরুল আবছার মেম্বার, মাওলানা দিলদার বিন কাসেম, উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য মোহাম্মদ ইসমাইল মেম্বার, মো. সালাউদ্দিন, মো. ফরিদ আবছার, ওমান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. ইউসুফ, সরফভাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সদস্য সোহেল সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নাদের, গিয়াস চৌধুরী, মো. জাসেদ, মো. ইয়াকুব, মো. বাচ্ছু, মো. ইয়াছিন, মো. আরফাত প্রমুখ। বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান এবং সরফভাটাজুড়ে নিয়মিত বিরতীতে খুন ও নৈরাজ্য বন্ধের দাবী জানান।
উল্লেখ্য গত ৩০ নভেম্বর রাতে সরফভাটায় ইত্যাদি চত্বরে তুচ্ছ ঘটনায় দুই এলাকার সংঘর্ষ বাঁধলে সেখানে মামুনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে চিহ্নিত খুনিরা। এই ঘটনার তিনদিন পর নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ২০-২৫ জনকে আসামি করা হয়েছে৷ এরমধ্যে মো. ওসমান গনি (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।