চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দুর্নীতি দমন কশিন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে সোমবার (৯ভিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন সরকারের সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, চিরিরবন্দর মহিলা কলেজের প্রভাষক নিখিল রঞ্জন রায়, চিরিরবন্দর থানার এ এসআই বেলাল হোসেন প্রমূখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ শিক্ষার্থী, সাংবাদিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বহু লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। সভায় বক্তারা দেশকে দুর্নীতি মুক্ত রাখতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা বলেন, “কর্তব্যের বাহিরে কোন কিছু করাই দূর্নীতি, যার যতটুকু দায়িত্ব ততটুকুই করা উচিত। দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধু-র মত হাতে হাত রেখে দুর্নীতির পথকে অতিক্রম করতে হবে”।
সভাপতির বক্তব্যে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রদীপ কুমার রায় বলেন, “শুধু আইন কিংবা দুর্নীতিবাজ ধরে শাস্তির আওতায় আনলে হবে না। পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে”।