ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

২৫ বছরের আলোচনার ফসল কৃষি আইন-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 10:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

আন্তর্জাতিক ডেক্স : একদিনে কৃষি আইন আসেনি, ২৫ বছর আলোচনার মাধ্যমে যে কাজ বিরোধী দল গুলো সম্পন্ন করতে পারেনি তা আমরা করে দেখাতে পেরেছি বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ভারতের মধ্য প্রদেশে কৃষি সম্মেলনে বিরোধী দলগুলোর কড়া সমালোচনা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। 

মোদী আরও বলেন, ভারতের কৃষকদের যে দাবিগুলি বছরের পর বছর করা হয়নি তা আমরা মেনে নিয়ে আলোচনার মাধ্যমে কৃষকদের জন্য এই নতুন আইন তৈরি করেছি। যা গত দুই দশক ধরে কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন সংস্থাগুলি এই নিয়ে আলোচনা চলছিল।

ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন,  বিরোধী দল গুলো এই সংস্কারের পক্ষে কথা বলতেন, কিন্তু তারা বাস্তবে এই আইন চাইতেন না। বিরোধী দল গুলোর পুরনো ইস্তেহারে তাদের দেওয়া প্রতিশ্রুতি মধ্যে এটি একটি যা আমারা বাস্তবায়ন করেছি বলে তারা আজ বিরোধীতা করছে।

বিরোধীদের উদ্দেশ্য করে মোদী বলেন, “আমার প্রশংসা করতে হবে না, আপনারা কৃষকদের যে পুরোনো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি মাথায় রেখে কৃষকদের মাথায় বন্দুক রেখে নিজেদের স্বার্থ হাসিল বন্ধ করুন। তিনি বলেন, আমাদের সরকার ভারতের কৃষকদের সবসময়ই মঙ্গল চাই তাই কৃষকদের স্বার্থে এই আইন বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, নয়া কৃষি আইন কে ঘিরে ভারতের ঘরে-বাইরে  প্রবল চাপে মুখে কেন্দ্রীয় সরকার। একদিকে, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। আইন বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কৃষক সংগঠনের।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরাও রয়েছেন, যারা এই বিক্ষোভে যোগ দেননি। তাঁরা এই বিলকে সমর্থন করেছেন। আন্তর্জাতিক ভাবেও দেশের কৃষকদের এই আন্দোলন সমর্থন পেয়েছে। ফলে কিছুটা চাপে মোদী সরকার।