ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০, আহত ৬, উত্তরাঞ্চল-সারা দেশ রেল যোগাযোগ বন্ধ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 19, 2020 - 11:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার
সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় বাসে থাকা ১০ জন যাত্রী নিহত হয়েছে। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ১৯ ডিসেম্বর ভোরে সদরের পুরানাপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
তিনি বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উদ্ধার  তৎপরতা চালাচ্ছে এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রাজশাহীর উদ্দেশ্যে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনের সাথে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জন যাত্রী নিহত হয়। আহত হন ছয়জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
রেল ক্রসিং টি বৈধ রেল ক্রসিং, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গেটম্যান এর অনুপস্থিতি ও ঘন কুয়াশার কারণে দূর্ঘটনাটি ঘটতে পারে।