ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় সুপার সিক্সটি র বিজয় দিবস পালন ও অফিসের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 17, 2024 - 9:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মুহাম্মদ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস।

দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। পরে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কোরআন পাঠসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি ও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছ
আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি।
সকালে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে বিজয়ের বিশেষ সংখ্যা সুপার সিক্সটি পত্রিকার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন প্রধান সমন্নয়ক তাহের আহমদ,সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম সহ সাংগঠনিকভাবে সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী ও সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দুপুরে সংগঠনের নতুন অফিসের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ মো: শাহজাহান , বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুর রহমান আজিজ,বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান ধন মিয়া তালুকদার, মেহেদী হাসান রুকন,আসাদ নুর সাদি, আহমেদ জাকী, সুপার সিক্সটির সকল ইউপি টিম লিডার, সকল সদস্য ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।