ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন’

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 18, 2024 - 3:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

আজ১৮ ডিসেম্বর ২০২৪ খ্রি, এক অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

সকালে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিন ব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া এলুমিনিয়াম এর অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়। এসময় ০৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে।

এছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, ০৭টি বার্নার, ০১টি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ০১ সেট আর এম এস জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনরূপ দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমণ্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।