ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 22, 2024 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির চতুর্থ সভাটি ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বারহাট্টা উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি বারহাট্টা নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয়সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভার কমিটির সদস্য ডাঃ অদৃতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নারী প্রগতি সংগের বারহাট্টা উপজেলা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভোমিক।

সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আনসার ভিডিপি, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা,শিক্ষক,নারী নেত্রী ও নির্বাচিত জনপ্রতিগণ এবং সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

উল্লেখ থাকে যে, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিস মুখ্য ভুমিকা পালন করছে।