ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১২:৩০ পূর্বাহ্ন

সীমান্তে ভারতীয় গরুসহ তিন চোরাকারবারি কে আটক করেছে ৫৩ বিজিবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 23, 2024 - 11:26 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে সীমান্তের গোয়ালডুবী ঘাট এলাকায় এক অভিযানে ৩টি ভারতীয় গরুসহ গরু চোরাচালানে জড়িত ৩ বাংলাদেশী আটক করেছে ৫৩ বিজিবি।

আটককৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার নামোজগন্নাথপুর বাদশা পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০) এবং জেলার সদর উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চরবাগডাংগা এলাকার বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫)।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বাখেরআলী বিওপির একটি টহল দল জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় সোমবার সকাল ৭টায় বিশেষ চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এ সময় ঘাট দিয়ে ৩টি গরু নিয়ে উঠে আসা ৩ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামতে বলে বিজিবি সদস্যরা। এতে তারা ঘন কুয়াশার মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি টহল দল দৌড়ে করিম, শহিদুল ও বাকিদুরকে ভারতীয় গরুসহ ধরতে সক্ষম হয়।

অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারীরা তাদের দোষ স্বীকার করলে ব্যাটালিয়নের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদের নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।