ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে বিএনপির উদ্যোগে বিদ্যালয়ে কম্পিউটার ও যাবতীয় সরঞ্জামাদি বিতরণ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 31, 2024 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার
আরিফুল ইসলাম মহিন,  খাগড়াছড়ি প্রতিনিধি :
পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ও যাবতীয় সরঞ্জামাদি প্রদান করেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকার সময় পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি বেলাল হোসেনের অতিথিতে প্রধান শিক্ষক  মোহাম্মদ সাদেক আলীর হাতে কম্পিউটার ও যাবতীয় সরঞ্জামাদি তুলে দেওয়া হই।
উক্ত অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির   সাধারণ সম্পাদক  ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, যুবদলের আহ্বায়ক মোঃ আফসার, সদস্য সচিব মোঃ সেলিম সহ বিএনপির  অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন- বিদ্যালয়ের অফিসিয়াল কাজের গতি আরেক ধাপ এগিয়ে গেল। এই মহৎ সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ সবার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিতরণকালে প্রধান অতিথি বলেন, আমাদের এমন অনেক স্কুল মাদ্রাসা আছে যেগুলো অনেক অবহেলিত তাই সকলের সহযোগিতায় আমরা বিদ্যালয় গুলোকে এমনিভাবে পাশে দাঁড়াতে চাই। এছাড়াও বলেন ছাত্ররা আগামীদ ভবীষৎ তাই তাদের এগিয়ে নিতে উন্নত পড়াশোনার বিকল্প কিছু নেই।
এমন উদ্যোগে  এলাকায় প্রশংসায় ভাসছেন বিএনপির নেতাকর্মীরা।