জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী রাজপ্রাসাদ কমিউনিটি সেন্টার জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২৫-২৬
অভিষেক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দাড়িয়ে ১ মিনিটের নিরবতা পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক ফোরকান সিকদারের মন মগ্ধ কর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউনের সাংগঠনিক সম্পাদক মোঃ এরফানুল হক নাহিদ প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেস কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থপনা ও শৃঙ্খলা কমিটির আহবায়ক মইনুদ্দিন কাদেরী শওকত
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খায়রুল ইসলাম, সহ সভাপতি আতিকুর রহমান আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা আব্দুল আজিজ,চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মাসুদ আলম সাগর,সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার, মহানগর কমিটির সহ সভাপতি এস এম আহসানুল কবির টিটু, জেলা কমিটির সভাপতি লায়ন মো ইউসুফ, মিরাসরাই উপজেলা কমিটির সভাপতি জসিম সহ চট্টগ্রাম পেশাদার সাংবাদিক গন
অভিষেক অনুষ্ঠানটি ৪৪ বছরের ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যময় অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।