রাঙ্গুনিয়ায় শতবর্ষী বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পূন্যার্থীদের ঢল
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহসভাপতি ও সুখবিলাস ভগবানপুর ধর্ম্মাংকুর সার্বজনীন বিহারের অধ্যক্ষ শতবর্ষী প্রজ্ঞাজ্যোতি মহাথের’র দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান রোববার (৫ জানুয়ারি) শেষ হয়েছে। এদিন দিনব্যাপি নানা কর্মসূচিতে সকাল থেকে পদুয়া ইউনিয়নের সুখবিলাস ভগবানপুর ধর্ম্মাংকুর সার্বজনীন বিহার সংলগ্ন চত্বরে পূন্যার্থীদের ঢল নামে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষু। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আঞ্চলিক সভাপতি দীপানন্দ স্থবির ও বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নয়ন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস লোকজিৎ মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রাজেন তালুকদার শিবলু।
এর আগে সকালে প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু উ. সূবর্ণ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন সুমঙ্গল মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন ড. প্রিয়ানন্দ স্থবির। সঞ্চালক ছিলেন রোনেল বড়ুয়া। প্রথম দিন দুপুর ২টা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ফলাহারিয়া হয়ে দশমাইল, ভাটাপাহাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। রাতে বুদ্ধকীর্তন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ১ জানুয়ারি রাত ১১টা ২০ মিনিটে ১১২ বছর বয়সে প্রজ্ঞাজ্যোতি মহাথের পরলোকগমন করেছেন। মৃত্যুর আগপর্যন্ত সুখবিলাস ভগবানপুর বৌদ্ধ বিহারে ৩৫ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।