রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী নেতার ইন্তেকাল
রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহসভাপতি ও পৌর কমিটির বায়তুল মাল বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়া…রাজিউন)। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থানার সদর এলাকার নিজ বাসায় শনিবার (৪ জানুয়ারি) ভোর ৫ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে দুই মেয়ে, আত্নীয়—স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। একইদিন সকাল সাড়ে ১১ টার দিকে রাঙ্গুনিয়া মডেল থানা সংলগ্ন চত্বরে প্রথম জানাজা ও দুপুর ২ টার দিকে নিজ বাড়ি উপজেলার দক্ষিণ পোমরা কাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মো. দিদারুল আলম বহু শিক্ষা, সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী উপজেলা শাখা, রাঙ্গুনিয়া থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতি, থানা সদর উত্তর আবাসিক উন্নয়ন কমিটি সহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।