ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বাধীনতার পর জাতির জন্য ভালো কিছু হয়নি তাতে একমত হবো না ” ডাঃ শফিকুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 30, 2025 - 4:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ কেউ যদি বলে বাংলাদেশ স্বাধীনতার পর জাতির জন্য ভালো কিছু হয়নি তাতে একমত হবো না বললেন বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমিন ডাঃ শফিকুর রহমান।

জয়পুরহাটে জামায়াতী ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন,

তিনি আরও বরেন, হম ভালো কিছু হয়েছে কিন্তু, দুর্নীতি আর দুঃশাসন যদি না করতো তাহলে বাংলাদেশ অকল্পনীয়ভাবে মাথা উঁচু করে দাঁড়াত। দুর্নীতি আর দুঃশাসনের কারণে আমরা সে ফল ভোগ করতে পারেনি।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে কানায় কানায় পুর্ন হয় শহরের সার্কেট হাউস মাঠ।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন, বগুড়া আঞ্চলিক পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটার গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

Proudly Designed by: Softs Cloud