রাঙ্গুনিয়ায় রমজান মাসকে স্বাগত জানিয়ে র্যালি ও ইফতার সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় রাজাভুবন খন্ডলিয়া পাড়া স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র্যালি বের করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় আয়োজিত র্যালিতে অংশ নেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার সর্ব মুসলিম সম্প্রদায়। র্যালিটি খন্ডলিয়া পাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট বাজার মোড়ে সমবেত হয়।
পরে আয়োজিত সভায় মাস্টার নজরুল ইসলাম’র সঞ্চালনায় বক্তব্য দেন জেবিসি ইন্টারন্যাশনালের সত্বাধিকারী মোহাম্মদ ওসমান গনি, শিক্ষনুরাগী ও পরিবেশ সংগঠক আবুবকর সিদ্দিকী মোরশেদ, সাবেক মেম্বার মোহাম্মদ ছৈয়দ প্রবাসী মোহাম্মদ জাকারিয়া, ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশদ্ধির মাস মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মাস। আমরা সবাই একত্রে, আল্লাহর ইচ্ছায়, এই মাসের তাৎপর্যপূর্ণ শিক্ষা গ্রহণ করি এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করি।”
এছাড়া দিনের বেলায় খাবার হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও দ্রব্য মুল্যের দাম কমানোর অনুরোধ করেন বক্তারা। তারা পবিত্র রমজান মাসে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে কীভাবে ভালোবাসা, সহানুভূতি ও সদাচরণ বৃদ্ধি করা যায়, সে সম্পর্কে আলোচনা করেন।
শেষে সংগঠনের পক্ষ থেকে অর্ধশত হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।