ঢাকা | এপ্রিল ৯, ২০২৫ - ১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে গননাটক অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 27, 2025 - 4:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ব্র্যাক বাঘা জাগরনী গননাট্য দলের পরিবেশনায় বাল্যবিয়ে প্রতিরোধে পারিবারিক সচেতনতা ও সামাজিক গনজাগরণ সৃষ্টির লক্ষ্যে “দিন বদলের ডাক” গননাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রুয়ারি) বাঘা পৌরসভার কলিগ্রাম গ্রামে দিন বদলের ডাক গননাটক উপলক্ষে স্বপ্ন সারথি সদস্য সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নারী, পুরুষ, কিশোর, কিশোরী, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিগন স্বতঃস্ফূর্ত ভাবে গননাটক উপভোগ করেন।

গননাটক শেষে উপস্থিত দর্শক শ্রোতা বৃন্দ বাল্যবিয়ে প্রতিরোধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিন বদলের ডাক গননাটক মঞ্চায়ন পরিচালনায় ছিলেন কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম অফিসার (সেলপ) এবং সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার ( সেলপ) মোঃ মমিনুল ইসলাম।

Proudly Designed by: Softs Cloud