ঢাকা | এপ্রিল ২৬, ২০২৫ - ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ নগরীতে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 10:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ মহানগরীর কাঁচিঝুলি সাংগঠনিক শাখার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মুন্সিবাড়ী এরিয়ায় অধ্যাপক আবু নোমান এর সভাপতিত্বে ইউনিট সভাপতি মুফতি শহীদুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথির বক্তব্যের তিনি বলেন, আমরা ঠিক না হলে রাষ্ট্র কখনো ঠিক হবে না, রাষ্ট্র আপনা আপনি পরিবর্তন হয় না। রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার পূর্বে নিজেকে পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, গত ৫৩ বছর ধরে আমরা শুধু ঠকেই যাচ্ছি। জুলাই বিপ্লব আমাদেরকে যে সুযোগ দিয়েছে সেটি আর আমাদের হাতছাড়া করা উচিৎ হবে না। আগামী নির্বাচনে সঠিক যায়গায় ভোট দিয়ে সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। , জুলাই গণঅভ্যুত্থানে
সবাই মিলে আমরা রাস্তায় ছিলাম। ছাত্র, রাজনৈতিক কর্মী, দিনমজুর ও রিকশাওয়ালাসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে আমরা একটি সফল বিপ্লব পেয়েছি। এমন ভাবেই আগামী নির্বাচনে আমরা সবাই মিলে এক হয়ে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের মহানগর অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ, কাঁচিঝুলি সাংগঠনিক এরিয়ার আমীর আবু কাওসার।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসাইন, কাঁচিঝুলি থানা শাখার নায়েবে আমীর মোঃ আব্দুল বাতেন, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ ফোরকান সহ স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।

Proudly Designed by: Softs Cloud