ধামইরহাট সীমান্তে বিজিবি’র মাদক উদ্ধার

মাসুদ সরকার, ধামইরহাট( নওগাঁ ) প্রতিনিধিঃ ধামইরহাটে বিজিবি অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ রাত ১০ ঘটিকায় চকিলাম বিওপি কমান্ডার মং চাদু মার্মা এর নেতৃত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮ /১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়েরবাড়ি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪৯৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (Tapentedole tablet) উদ্ধার করে।
এদিকে ২৯ মার্চ শনিবার ভোর ৪টায় বস্তাবর বিওপি টহল কমান্ডার হাবিলদার বিধু শান্তি চাকমা এর নেতৃত্রে বিশেষ টহল দল ২৬২/৪ এস পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। টাপেন্টাডল ও ফেন্সিডিলের মোট মূল্য ১ লক্ষ ৩৪ হাজার ৬০০ টাকা।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারে পালিয়ে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়াক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিপিজিএম,বিপিজিএমএস নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক, অবৈধভাবে সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযানসহ সর্বাত্মক অভিযান অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।