পার্বত্য চট্টগ্রামে অর্ধশতাধিক রবি মোবাইল টাওয়ার বিচ্ছিন্ন, বিপাকে স্থানীয় জনগণ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ফাইবার কেটে ফেলেছে। অপরাধী চক্র নিরাপত্তাকর্মীদের অপহরণ করেছে এবং বেশ কিছু টাওয়ার বন্ধ হয়ে গেছে, যার ফলে প্রায় ৫১টি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩২টি টাওয়ার খাগড়াছড়ি জেলায় ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৭টি সচল করা সম্ভব হয়েছে। তবে এখনও ২৫টি টাওয়ার বন্ধ রয়েছে। অপরাধী গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে চাঁদাবাজির উদ্দেশ্য রয়েছে বলে জানা গেছে।
এ ধরনের পরিস্থিতি সৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় মানুষরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। মোবাইল ও ইন্টারনেট সংযোগ না থাকায় জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ সরবরাহ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। দুর্গম এলাকায় মোবাইল যোগাযোগই একমাত্র ভরসা, কিন্তু টাওয়ার বন্ধ থাকার কারণে দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।অপরদিকে, রবি কর্তৃপক্ষ জানিয়েছে, টাওয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশ লিমিটেড। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখনও কোন উন্নতি দেখা যায়নি। রবি কর্তৃপক্ষ দ্রুত টাওয়ারগুলো সচল করার জন্য সরকারের সহায়তা কামনা করেছে, কারণ এটি স্থানীয় জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।