ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে ‘দৈনিক দেশ রুপান্তর’র বর্ষপূর্তি উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 20, 2020 - 2:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 181 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ ২০ ডিসেম্বর, ২০, দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাফল্যের ২ বছর উপলক্ষে জয়পুরহাট শহরের সদর রোড বাংলাটেক মিডিয়া হাউজে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে কেট কাটেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার সম্পাদক এস.এম সোলায়মান আলী, জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান, জেলা আ’লীগ নেতা শেখর মজুমদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জয়পুরহাট টেলিভিশন রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল আলীম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মারশেকুল আলম, জয়পুরহাট টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি এস.এম শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের এক অংশের সহ-সভাপতি মতলুব হোসেন, অপর এক অংশের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জয়পুরহাট জেলা শাখা, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, গোলাপ হোসেন, আহসান হাবিব আরমান, সেলিম রেজা, মিলন রায়হান, চম্পক কুমার, মাহফুজ রহমান, মেহেদী হাসান রাজু, সোহেল আহমেদ লিও, সুজন কুমার মন্ডল, নিয়াজ মোরশেদ নোমান, রাকিব হাসান সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধীজনেরা।

বক্তব্যে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বলেন, দেশ রূপান্তর পত্রিকা, দেশ ও জাতির কল্যাণে জন মানুষের পত্রিকা হিসেবে রূপান্তরিত হবে ও আগামীতে দেশের কল্যাণে মানুষের মাঝে আরও ছড়িয়ে যাবে।