মান্দায় মাদক,সন্ত্রাস,জঙ্গী,ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় বিট পুলিশং এর আয়োজনে মাদক,সন্ত্রাস,জঙ্গী,ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার সাবাই বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাবাই বাজার বণিক সমিতির সভাপতি সুশীল কুমার পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান ।
সভায় প্রধান বক্তা ছিলেন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মান্দা থানা’র পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান,তেঁতুলিয়া ইউনিয়ন অা’লীগের সভাপতি গাজীবুর রহমান এবং সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রমুখ।