ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার আসন্ন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 21, 2020 - 10:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

কুষ্টিয়া ভেড়ামারা :কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে ভেড়ামারা পৌরসভায় আজ রোববার মনোনয়ন পত্র ফরম জমা দানের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোহেল মারুফ জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১০জন এবং কাউন্সিলর (পুরুষ) পদে ২৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক এর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ মনোনীত মেয়র প্রার্থী জাতীয় যুবজোট উপজেলা শাখার সহ-সভাপতি মশাল প্রতীকের জন্য আনোয়ারুল কবির টুটুল, বিশ দলীয় জোটের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী যুবদল নেতা ও রেলবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী হাবিবুল্লাহ বেলালী এবং একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটি ও কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সমর্থিত বিশিষ্ট সমাজ সেবক সোলায়মান চিশতী মনোনয়ন ফরম জমা দেন।

আজ শেষ দিনে মেয়র প্রার্থীগণ বাদে কাউন্সিলর পদপ্রার্থীরাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১৬ ই জানুয়ারি ভেড়ামারা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।