ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

তাড়াশে বিএনপি’র সভাপতি প্রার্থী আব্দুল হাকিমের মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 5:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বি এনপি’র সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম মত বিনিময় সভা করেছেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা করেন। আসন্ন উপজেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে গনতান্ত্রিক পন্থায় তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করার জন্য উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করা হয়।

এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বারুহাস ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া,মাধাইনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম দলের সভাপতি আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, মাগুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজদার আলী, মাধাইনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহুরুল ইসলাম, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলতান মাহমুদসহ সাধারণ সম্পাদক ,সাংগঠনিক সম্পটাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম বলেন,আমি সভাপতি প্রার্থী বলেই আপনাদের আমি ভোট দেওয়ার জন্য ডাকি নি। আমি ডেকেছি উপজেলার কিছু বিএনপি নেতা ঘরে বসে তৃণমুলের ভোট না নিয়ে উপর মহলে যোগাযোগ করে সভাপতি হতে চায় সেটা তো হতে পারে না। আপনারা তৃণমুলের যোগ্য নেতা আপনাদের ভোট/ মতাতম না নিয়ে সিলেকশন নিয়ে এসে সভাপতি হবে তা হতে পরে না। আমি আপনাদের ছেড়ে সভাপতি হতে চাই না। গণত্রান্ত্রিক পন্থায় যদি ভোট পেয়ে সভাপতি হই তাহলেই দলের কাজ করতে পারবো। আর যদি ঘরে বসে সভাপতি হই তাহলে দলের কাজ করতে আগ্রহ হবেনা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে ভোট দেন আর না দেন তবে গনতান্ত্রিক পন্থায় নেতা বাছাই হোক এটা আমার দাবি।