কলাপাড়ায় টমটম নিয়ন্ত্রণ হাড়িয়ে খালে, নিহত-১
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে স্ব -মিল থেকে কাঠ কেটে টমটম যোগে বাড়িতে নেয়ার পথে নিয়ন্ত্রণ হাড়িয়ে টমটম চালক দেলোয়ার মোল্লা (৪০) নিহত হয়েছে। নিহত দেলোয়ার দক্ষিণ আরামগঞ্জ গ্রামের হাকিম মোল্লার ছেলে।
ঘটনাটি ঘটে মিঠাগঞ্জ ইউনিয়নের হাজিমদ্দি স্লুইজ গেট সংলগ্নে। স্থানীয়রা জানান, স্ব-মিল হতে কাঠ কেটে বাড়ি নেয়ার পথে টমটম গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদায় পড়ে যায়, আমরা দ্রুত এসে উদ্ধার করেও তাকে বাঁচাতে পারিনি।
এ বিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।