ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনীতে গৃহবধূর হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 9:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 129 বার

ফেনী প্রতিনিধি : ফেনী রামপুরে গৃহবধূ মাহমুদা আক্তার শিরিন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলার রাজাপুর জাফর ইমাম বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী ও এলাকাবাসী ।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিন উল্লাহ। একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম কাসেদুল হক বাবর, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, মাস্টার আবু নাসের, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নিহত গৃহবধূ শিরিনের সহপাঠী শাহানা আক্তার, ইউপি সদস্য সালাউদ্দিন ও নিহতের বোন সুলতানা প্রমুখ।

শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গৃহবধূ শিরিনকে পরিকল্পিতভাবে স্বামী পরিবারের লোকজন হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়। নিহতের স্বজনেরা লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে এটিকে হত্যা বলে পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে ধারনা করে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় নিহত শিরিনের পিতা অহিদুর রহমান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার দেখালেও ঘটনার মূল হোতা মামলার ১নং আসামি শাহীনসহ ৪ জন আসামিকে এক সপ্তাহ পরও গ্রেপ্তার করা হয়নি।তাই অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

গত বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শহরের মধ্যম রামপুর মানিক কমিশনার বাড়ি সংলগ্ন তনু পাটোয়ারী বাড়ীতে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাহমুদা দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞা বাড়ির অহিদুর রহমান ও আলেয়া বেগমের মেজ মেয়ে।