পীরগঞ্জের কাবিলপুরে সজীব ওয়াজেদ জয় স্পোটিং ক্লাবের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরন
মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুরে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে এবং ‘মা’ জাহানারা আহম্মেদ মেমোরিয়ল ফাউন্ডেশনের পক্ষ থেকে বয়স্ক বিধবা, অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল ও মাস্ক প্রদান করা হয়েছে।
জানা যায় তরুন শিল্প উদ্যেক্তা তৈরী পোষাক শিল্পপতি এস এম শাহ্জামান রওশন এর পৃষ্ঠপোষকতায় তার প্রয়াত মা জাহানারা আহম্মেদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে ২৩ ডিসেম্বর বুধবার দুপুরে লালদিঘী মেলায় ক্লাবের উদ্বোধন ও শীত বস্ত্র
বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এ টি এম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সফল উদ্যোক্তা তরুণ শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র , পীরগঞ্জ উপজেলা আ’লীগের সহ সভাপতি ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বরি, কাবিলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লাজু প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের সভাপতি মতলুবুর রহমান পলাশ, সম্পাদক তরুন সংগঠক শাহ্ মোঃ রতন।
উল্লেখ্য ‘মা’ জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন উপজেলা ১৫টি ইউনিয়নের যুবকদের সমন্বয়ে বিধবা, অসহায়, স্বামী পরিত্যাক্তা, মাদক থেকে যুব সমাজ কে রক্ষা করার জন্য উপজেলার ১৫ টি ইউনিয়ন সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাব স্থাপনের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় কাবিলপুর ইউনিয়নে উদ্বোধনের মধ্যে দিয়ে প্রথম যাত্রা শুরু করছে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাব।