ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে জেলা জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ বুধবার সকাল ১১-৩০ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানার নেতৃত্বে সারাদেশে ভাস্কর্য বিরোধী কর্মকাণ্ড ও ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টু মার্কেটের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা,সহ সভাপতি তুলেজুল ইসলাম, সহ সভাপতি মুন্জুরুল হক, শিবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ,সাধারণ সম্পাদক মোঃ মানিক, জেলা জাতীয় শ্রমিক লীগের ত্রান বিষয়ক সম্পাদক সুমন ও বরেন্দ্র উন্নয়ন অফিসের ট্রেড ইউনিয়ন নেতা আনোয়ারুল আজিম প্রমূখ।