কুলাউড়ায় আসছেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক
আকাশ আহমেদ কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার কুলাউড়ায় ২৩ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সফরে মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিক। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তিনি কুলাউড়া আসবেন।
এ সফরে সাখাওয়াত হোসেন শফিক দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কুলাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সমর্থনে জনসংযোগে অংশ নেবেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুলাউড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের ‘বঙ্গবন্ধু উদ্যান’ প্রাঙ্গণে আয়োজিত বর্ধিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।