ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বড়দিন উৎসবকারীদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরন করলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 7:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

আরিফ রববানী-ময়মনসিংহ : ধর্ম যার-যার-উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সদরে খ্রীস্টধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপনের লক্ষে প্রতিটি গীর্জা কর্তৃপক্ষ কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সরকারী বরাদ্দের অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৩শে ডিসেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ২২হাজার টাকা করে গীর্জা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে এই অনুদানের চেক তুলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নেও এবার সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার গীর্জগুলোতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন হবে।
এব্যাপারে উপজেলা প্রশাসনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হলে প্রশাসনের পক্ষ থেকে বড়দিন উদযাপন করোনায় সামাজিক দুরত্ব রাখার মাধ্যমে কোভিঢ-১৯ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস, উৎসবে আগত দর্শনার্থীদের ভিড় এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, পুলিশের টহল জোরদার করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা,সকলের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ ইভটিজিং ও নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদানে বিভিন্ন কর্মসূচী গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা দুযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।