ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 23, 2020 - 7:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 181 বার

আরিফুল ইসলাম জয়, ষ্টাফ রিপোর্টার : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ওঠেছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংক্ষুব্ধ এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, জ্যোতির্ময় চন্দ্র সরকার ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে ২০১৭ সালের ১৭ জানুয়ারি থেকে কর্মরত আছেন। যোগদানের পর থেকেই তিনি অসুস্থতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে নিয়মিত অফিস করেন না। এক সপ্তাহে দুই এক দিন রংপুর থেকে ভূরুঙ্গামারীতে আসলেও অফিসে না এসে উপজেলা স্টাফ কোয়ার্টারে অবস্থান করেন তিনি। সেখানে শুয়ে-বসেই দাপ্তরিক কাজ সারেন বলে জানা যায়।

জানা যায়, শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর পদটি শূন্য থাকলেও অন্য একজনকে দিয়ে কাজ করাচ্ছেন। বদলি বাণিজ্য, শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান ও সকল প্রকার দাপ্তরিক কাজে অবৈধ লেনদেনের অভিযোগও ওঠেছে। মাঝে-মধ্যে অফিসের এক কর্মচারী অফিসিয়াল কাগজ প্রস্তুত করে তার রংপুরের বাসায় গিয়ে স্বাক্ষর করে আনেন।

এছাড়াও অফিসের এক কর্মচারির আচরণে অনেক শিক্ষক অসন্তোশ প্রকাশ করেছেন। শিক্ষা অফিসারের ভয়ে কেউ মুখ খুলছেন না। এ নিয়ে উপজেলায় প্রাথমিক শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক শিক্ষক জানান, বিভিন্ন কাজে তারা অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।

তারা বলেন, আমাদের শিক্ষা অফিসার নিয়মিত অফিস না করায় আমরা মারাত্মকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছি। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার নিকট এর একটি আসু সমাধানের জোর দাবী জানান তারা।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকারের সঙ্গে তার ব্যক্তিগত মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ বিষয়ে বলেন, শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকারের অসুস্থ্যতার কথা শুনেছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।