সিরাজগঞ্জে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন , শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আল-আমীন , সদস্য আসাদ উল্লাহ তুষার, নূরহোসেন সৈকত, জহুরুল ইসলাম শিশির এবংকেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ইমলেদা হোসেন দীপা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে সিরাজগঞ্জের সয়দাবাদের গোলচত্বরে, বাঐতারা, কড্ডা মোড়, ক্ষিদির, পঞ্চসোনা সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা সহ করোনা ভাইরাস রোধে প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। সয়দাবাদের গোলচত্বর ও কড্ডামোড়ে মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ ডিসেম্বর বিকেল হতে রাত ৯ টা পর্যন্ত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের পূর্বে সর্ব প্রথমে সয়দাবাদে গোলচত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, সিরাজগঞ্জের কৃতিসন্তান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দরা। সংর্বধনা অনুষ্ঠানগুলোতে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন। কড্ডামোড়ে মতবিনিময় সভায় সিরাজগঞ্জের কৃতিসন্তান আওয়ামী যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাসির, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ -বিন -আহমেদ, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন সয়দাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ মন্ডল , যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ, যুবলীগ নেতা রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এবং রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।