হিলিতে ফেন্সিডিল ও এ্যাম্পলসহ ইব্রাহিম নামের এক যুবক আটক
হিলি প্রতিনিধিঃ-হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও এ্যাপম্পলসহ ইব্রাহিম হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ রবিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর জিলাপিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইব্রাহিম হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার শের আলীর ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনার্চজ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি টিম দক্ষিণ বাসুদেবপুর জিলাপিপট্টি শের আলীর বাড়িতে অভিযান চালিয়ে পেঁয়াজের বস্তায় অভিনব কায়দায় রাখা ১শ ৭৬ বোতল ফেন্সিডিল ও ২শ ৯৯ পিচ এ্যাম্পলসহ ইব্রাহিমকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়েরে প্রস্তুতি চলছে।