হাটহাজারীতে মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা
সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় হাটহাজারীর কৃতি সন্তান মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে সংবর্ধিত করেছে পৌরসভা আওয়ামী লীগ।শনিবার (২৬ডিসেম্বর)সকাল ১১ টায় কাচারী সড়কস্থ আলী মমতাজ মার্কেটের সামনে পৌরসভা আওয়ামী উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলের মালা ও ফুল দিয়ে সংবর্ধিত করেন। এ সময় তারা জয় বাংলা স্লোগান ধ্বনিতে গোটা এলাকা মুখরিত করে তোলেন।
এ সময় সংবর্ধিত হয়ে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলেন, একটি উন্নত, আধুনিক, পরিচ্ছন্ন, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হাটহাজারী উপজেলাকে আধুনিক মডেল হিসেবে রূপান্তরিত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ, সহ অঙ্গসংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংবর্ধনা সভায় তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের আহবান জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান সওদাগর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারী যথাক্রমে এইচ জাকির হোসেন, মো. লোকমান হোসেন হাবিবুর রহমান রাজু মো. সিরাজ মোহাম্মদ সালাউদ্দিন মো. আলী উদ্দিন মোঃ শাহ আলম, সেকান্দর তুহিন মো. আব্দুর রহিম মো.,লোকমান মোঃ মুশফিকুর রহমান উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও উদয় সেন, সেক্রেটারি আবু সাঈদ চৌধুরী যুবলীগ নেতা মোহাম্মদ রকিব উদ্দিন সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুন,মঈনুদ্দিন সুমন, মাইকেল শীল,পুলক বড়ুয়া কামাল হোসেন আরজু,উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রাসেল,ওয়াহিদ রিয়াদ, আসিফ আলম,সাইমন, মিজান ইমন সহ আরো অনেকেই।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ,কৃষকলীগ যুবলীগ, শ্রমিক লীগ ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।