ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আইনজীবীকে চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 26, 2020 - 7:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

লিয়াকত রাজশাহী ব্যুরো : রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট নাসির উদ্দীনকে অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই আইনজীবী।

এ্যাডভোকেট নাসির উদ্দীন জানান, সাধারণ মানুষদের আটক করে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার এলাকা থেকে মর্জিনা বিবি নামে এক নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেই মামলায় পাঁচজনকে আসামী করা হয়েছে। যেখানে রহস্যজনকভাবে তাকেও পাচঁ নম্বর আসামী হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, মর্জিনা বিবি দেহ ব্যবসা ও যুবকদের জিম্মি করে মুক্তিপন আদায়সহ নানারকম অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। এর আগে পৃথক দুটি মামলায় মর্জিনা গ্রেপ্তার হলে তিনি মর্জিনার পক্ষে ওকালতি করে জামিন করান। তবে পরে অপকর্মের বিষয়গুলো জানতে পেরে মামলা পরিচালনা ছেড়ে দেন তিনি। ফলে প্রতিশোধ নিতে গ্রেপ্তার হয়ে মিথ্যা জবানবন্দী দিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছেন ওই নারী।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিক ইকবাল বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী ওই আইনজীবীকে বার এ্যাসোসিয়েশন থেকে যথাযথ আইনগত সাপোর্ট দেয়া হবে।