মুণ্ডমালা পৌরসভায় আওয়ামী লীগের নৌকা পেলেন কাউন্সিলর আমিন
লিয়াকত রাজশাহী ব্যুরো: আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি হলেন মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের চারবারের সফল জনপ্রতিনিধি আমির হোসেন আমিন।
আজ (২৬ ডিসেম্বর) শনিনার সন্ধ্যায় মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুন্ডুমালা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চার বারের সফল জনপ্রতিনিধি আমির হোসেন আমিনকে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেন মনোনয়ন বোর্ড।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আবুল বাশার সুজন,
এমন সুখবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে নেতাকর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় নির্বাচনী আমেজ। এতে করে মুন্ডুমালা পৌরসভার মেয়র প্রার্থী আমির হোসেন আমিনের নাম ঘোষণা শুনে মুন্ডুমালা পৌর বাসী প্রকাশে আজ থেকেই তার পক্ষে ভোট চেয়ে মাঠে নেমে পড়েছে। এছাড়াও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরাও একত্রিত হয়ে আমির হোসেন আমিনের জন্য নৌকা প্রতীকে ভোট করবেন।