আইসিইউতে নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ২৬ ডিসেম্বর শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বরাত দিয়ে মিনু হক বলেন, জিনাত গত ২২ ডিসেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ শনিবার সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে লিখেছেন, তার মা জিনাত আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ৩ আগস্ট জিনাত বরকতুল্লাহর স্বামী ও নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাসে সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক।