ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা ■ গানে গানে হিন্দোলা ■

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 4:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

– রিটন মোস্তাফা

 

ভালোবাসার সীমন্ত জুড়ে জমজমাট

মাত হিন্দোলার বুকে ফুটেছে হাজার একশো গোলাপ

ছোট বড় স্বপ্নের প্রজাপতি নেচে নেচে গান ধরে
বধূ কোন আলো লাগলো চোখে,লাগলো চোখে..।

মেঘের পালকে রঙবেরঙের কারুকাজ
কখনো সাদা,কখনো নিলাভ ,কখনো বেগুণী
ছোট বড় গাছে সবুজে সুবজে সেকি কাঁপন
গেয়ে ওঠে, মোরা আর জনমে হংস নিথুনও ছিলাম…।

নীলার চোখের পাতায় আমি এঁকে দেই আবেগ
আঁচলে বেঁধে দেই একবুক নির্মল ভালোবাসা
দুহাতে বুকে জড়িয়ে মেলে দেই কন্ঠ আমার সুধা
গান গেয়ে যাই,তুমি ছাড়া কেহ নাই কিছু নাই গো….।

ময়ুরেরা জুটে যায় লাখে লাখে হাজারে হাজারে
দুপদাপ পা ফেলে সবে নেচে ওঠে মণিপুরী নৃত্যে
কোকিলেরা ডালে ডালে ভিড় করে গলা ছাড়ে
গান ধরে, আমারো পরান যাহা চায়,তুমি তাই……..।