ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চালের জিলাপি তৈরী করার সময় গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 11:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম :চট্টগ্রামের হাটহাজারীতে চালের জিলিপি তৈরী করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে বেশ কয়েকটি দোকান ঘর ও শ্রমজীবী বাসস্থান পুড়ে ছাই হয়ে যায়। 

রবিবার (২৭শে ডিসেম্বর) পৌরসদর ৩নং ওয়ার্ডের বুলবুলিপাড়া আব্দুল মান্নানের কলোনিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়,এসব ঘরে বসবাস করত কিছু শ্রমজীবী মানুষ, কিছু ফলের গোডাউন ও চালের জিলাপি তৈরির কারখানা। সন্ধ্যায় গ্যাসের চুলাই চালের জিলাপি তৈরীর করার সময় হঠাৎ আগুন ধাউ করে উপরে উঠে গেলে মুহূর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা চারাদিকে ছড়িয়ে পড়ে।আগুন লাগার সময় ঘর থেকে বেরিয়ে তারা কোনরকমে প্রাণে বেঁচে গেলেও উদ্ধার করতে পারেনি ঘরের মালামাল। মুহূর্তে মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব মালামাল।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীও সহযোগিতা ঘন্টাখানিকের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন,বাসস্ট্যান্ডে পশ্চিমে বুলবুলি পাড়া এলাকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্তলে গিয়ে দ্রুত আমরা ফায়ার সার্ভিসের টিম আগুন নিভাতে সক্ষম হই।প্রাথমিক ভাবে জানতে পারি ১৮টি টিনের ছাউনি বসতঘর ও গোডাউন ছিল।ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক ১০ লক্ষ টাকা। তবে চুরান্ত প্রতিবেদনের পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতি ও কিভাবে আগুনের সুত্রপাতে ঘটে।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্তল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।