চুনারুঘাটে আমাদের গল্পকথা’র বিজয়ের কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা
সাহিত্য ও সামাজিক সংগঠন আমাদের গল্পকথার আয়োজনে, কবি কামাল আহমেদ এর সার্বিক সহযোগিতায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারে ২৬ ডিসেম্বর আম্রকুঞ্জে বিকেল চারটায় থেকে দুই পর্বে অনুষ্ঠিত হয় বিজয়ের কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের গল্পকথা হবিগঞ্জ জেলা সমন্বয়ক কবি ও সংগঠক মোহাম্মদ আবুল ফজল মিয়া, সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান বাবুল ও শাহ আলম, অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো ছিলেন চুনারুঘাট কবি পরিষদের সভাপতি কবি এস এম তাহের খান, রোটারিয়ান ডাক্তার আল-আমিন সুমন, কবি ও সাংবাদিক নুরুল আমিন, আমাদের গল্পকথা কেন্দ্রীয় পর্ষদের সমন্বয়ক কবি ও প্রকাশক মনসুর আহমদ, আমাদের গল্পকথা কেন্দ্রীয় পর্ষদের কবি ইউনুস আকমাল, আমাদের গল্পকথা কেন্দ্রীয় পর্ষদের পরিচালক কবি ও কথাসাহিত্যিক আখতার উজ্জামান সূমন, নাট্যকার রায়হান উজ্জ্বল, সাংবাদিক ফুল মিয়া খন্দকার মায়া, কবি রাহী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রতন পাল, সংগঠক ফারুক হোসাইন, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আজাদ, শিক্ষক স্বপন দেবরায়, শিক্ষক পিন্টু দেব, শিক্ষক শাজাহান মোল্লা, শিক্ষক সুমন দেবরায়, শিক্ষক রিতা হোম চৌধুরী, সমাজকর্মী মাসুক ভূঁইয়া প্রমুখ।
প্রথম পর্বে স্বরচিত ও জনপ্রিয় বিজয়ের কবিতা আবৃত্তি করেন কবি সুভাষ আচার্য্য, কবি বীথি কবির, কবি রাজিয়া সুলতানা, বাচিক শিল্পী মীর হবিবুর রহমান সুমন, কবি ও বাচিক শিল্পী ইয়াসির আহমেদ, বাচিক শিল্পী তাসরিন জাহান তমা, কবি আজিজুর রহমান সহ অনেকেই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু কিশোরদের মনোমুগ্ধকর দেশীয় নৃত্যের ছাড়াও সংগীত পরিবেশন করেন শ্যামল দেব, ডেইজি দাস, শামীম সিদ্দিকী, শরীফ কিশোর, অর্পা দেবরায়, সুকন্যা দেব রায়, তন্ময় ঘোষ, সুমাইয়া, সুরাইয়া, লাইসা, সাইমা প্রমুখ ।
অনুষ্ঠানের অতিথিরা শিল্প সংস্কৃতি টিকিয়ে রাখতে আমাদের গল্পকথা নানামুখী এই অনুষ্ঠান ও প্রচারণার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানকে সফল সার্থক করে তোলার আগত সকল অতিথি ও দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের গল্পকথা কেন্দ্রীয় পর্ষদের পরিচালক কবি ও কলামিসট কামাল আহমেদ
আম্রকুঞ্জে সুন্দর প্রাণবন্ত ও সফল একটি অনুষ্ঠান সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আমাদের গল্পকথা সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আম্রিকা প্রবাসী সৈয়দ আসাদুজ্জামান সুহান।