সম্রাটকে আহ্বায়ক ও মনিরকে সদস্য সচিব করে বরিশাল মহানগর মানবাধিকার কমিটি ঘোষণা
হাকিকুল ইসলাম খোকন : বিশিষ্ট সমাজসেবক আরিফুল আলম সম্রাটকে আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মনিরুজ্জামান মনিরকে সদস্য সচিব করে বরিশাল মহানগর কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
গত ২৩ ডিসেম্বর ২০২০ইং বুধবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন ২১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
অনুমোদনকালে নেতৃবৃন্দ বলেন, “অধিকারের কথা বলি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সারাদেশ ব্যাপী অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে। পাশাপাশি আর্তমানবতার সেবায় সংগঠনটি করোনাকালীন সময়ে নিরলসভাবে দেশব্যাপী কাজ করে চলেছে। বরিশাল জেলা কমিটিতে প্রফেসর মনিরুজ্জামান খোকন এবং জাহিদুল ইসলাম মামুন তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বরিশাল জেলা ও মহানগর কমিটি যৌথভাবে আগামী তিন মাসের মধ্যে উপজেলা ও বরিশাল মহানগরের অন্তর্গত থানা কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে নেতৃবৃন্দ আশা পোষণ করেন।