তীব্র শীত উপেক্ষা করেই কেন্দ্রে ভোটারদের ভিড়
নবোদয় ডেস্ক : প্রথম ধাপে দেশের স্থানীয় সরকারের ২৪ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। সকালে কুয়াশা ও শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে থাকে।
সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারই চোখে পড়েছে বেশি। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে এসব তথ্য উঠে এসেছে।
ঢাকা (ধামরাই)
ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনে এবার মেয়র পদে ৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪২ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ ও ২২ হাজার ৬৫ জন নারী ভোটার রয়েছে। ২১টি কেন্দ্রে ১০৮টি ভোটকক্ষে ভোটাররা ভোট প্রদান করছেন।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
সোমবার সকালে আওয়ামী লীগ প্রার্থী মো. রমজান আলী শহরের তিতুমীর একাডেমী কেন্দ্রে নিজের ভোট দেন। বিএনপি প্রার্থী আতাউর রহমান আতা ভোট প্রদান করেন পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) কেন্দ্রে।
এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে এসে অনেক ভোটারই সমস্যায় পড়েন। যে কারণে অনেক কেন্দ্রেই ভোটগ্রহণ বিলম্ব হচ্ছে।
তবে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, যে সকল ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা কম তাদেরকে পোলিং অফিসাররা সহযোগিতা করছেন।
কুয়াকাটার (কলাপাড়া)
কুয়াকাটা পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকার ঘটনার খবর পাওয়া যায়নি। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
এখানে প্রথমবারের মতো মোট ৮ হাজার ১২২ জন ভোটার ইভিএম মেশিনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে বয়স্ক ভোটাররা ইভিএমে ভোট দিতে কিছুটা বিড়ম্বনায় পড়ছে।
প্রিজাইডিং অফিসার মো.আমিনুল বলেন, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছে। তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে।
এদিকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে শামিম নামে এক প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে প্রিজেডিং অফিসার এমন খবরও পাওয়া গেছে।
দিনাজপুর জেলার (ফুলবাড়ী)
ফুলবাড়ী পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে শীত উপেক্ষা করে ভোট দিতে আসছেন ভোটাররা।
স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে আসছে এবং তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করছেন। সকাল থেকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে ভোটারের উপস্থিতিও বেড়েছে।
এখানে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি বর্তমান মেয়র গোলাম মর্তুজা সরকার মানিক ও একজন বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে পৌর এলাকার ৩৩টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এই প্রথম এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। ইভিএম পদ্ধতিতে এই প্রথম নির্বিঘ্নে ভোট দিয়ে খুশি ভোটাররা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩২ হাজার ৮১৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৩৪ হাজার ৯৯০ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৩টি ও ভোট কক্ষের সংখ্যা ১৯৭ টি।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি (ধানের শীষ), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী তুষার ইমরান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মজিবুল হক মালিক মজু (মোবাইল ফোন), অ্যাডভোকেট মনিবুল হাসান পলাশ (নারিকেল গাছ), অ্যাডভোকেট সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ (জগ) এবং তানভীর আহমেদ মাসরিকী (কম্পিউটার) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়ার (খোকসা)
কুষ্টিয়ার খোকসায় এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালে পৌর ভবনসহ বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার জানান, খোকসা পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ।
এছাড়া এ পৌরসভার কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪০ জন।
খুলনা
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এবার নয়টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে।
শীতের তীব্রতা বেশি থাকায় ভোটকেন্দ্রের সামনে ভোটারের উপস্থিতি কম। তবে তুলনামূলক চালনা কেসি পাইলট স্কুল ও শিশু কানন প্রি ক্যাডেট স্কুলসহ কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। বেলা বাড়লে ভোটারও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা রয়েছেন।
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রত্যেক কেন্দ্রে নয়জন করে পুলিশ ও আনসার সদস্য এবং দুই প্লাটুন বিজিবি সদস্য ভোটের মাঠে নিয়োজিত রয়েছেন।
এছাড়া নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। তারা আচরণবিধি প্রতিপালনসহ সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনায় নয়জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৮৬ জন পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
রাজশাহী (কাটাখালি ও পুঠিয়া)
প্রথম ধাপে রাজশাহী জেলার কাটাখালি ও পুঠিয়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে। শীতের তীব্র কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে লোকজন আসছেন ভোটকেন্দ্রে। ভোট দিচ্ছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটের মাঠে রয়েছে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সকাল থেকেই ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।এই প্রথম শায়েস্তাগঞ্জের পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছেন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের মাসুদউজ্জামান মাসুক, বিএনপির ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র মো. ছালেক মিয়া, ফজল উদ্দিন তালুকদার, আবুল কাশেম শিবলু, ইমদাদুল ইসলাম শীতল। এছাড়াও কাউন্সিলর পদে ৩৫ জন ও নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পাথারিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রথম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, এবারের পৌরনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ঠাকুরগাঁও (পীরগঞ্জ)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন অনেকে।
এ পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন আর নারী ভোটার ১০ হাজার ৬৩২ জন।
নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন চার জন।
এছাড়াও কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুনামগঞ্জ (দিরাই)
প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দিরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ৩৭৯ জন। ১২টি কেন্দ্রের ৬২টি ভোটকক্ষে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশ্বজিৎ রায় (আওয়ামী লীগ), ইকবাল হোসেন চৌধুরী (বিএনপি) ও অনন্ত মল্লিকসহ (জাতীয় পার্টি) ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন লড়ছেন।
বরিশালের (উজিরপুর ও বাকেরগঞ্জ)
বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ দুটি পৌরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে নারী ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য।
তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভোটাররা। অনেক ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং না হওয়ায় তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
ভোট শুরুর দিকে কেন্দ্রগুলোর পরিস্থিতি ভালো থাকলেও সকাল ৯টার দিকে উজিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্র থেকে বিএনপি’র মেয়র প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ক্ষমতাসীনদের দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
উজিরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বাকেরগঞ্জ পৌরসভা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-বিএনপি এবং ইসলামী আন্দোলনের তিন প্রার্থী। এখানে সাধারণ কাউন্সিলর পদে ২৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন।