ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল এলাকাবাসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 1:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

নিজস্ব প্রতিনিধি : খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুইজন খ্রীষ্টান সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা লেবেন্দ্র দাস ও দেরবারু দাসকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসি।

রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর খ্রীষ্টানপাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধীরেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অপূর্ব রায় চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট এর বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুজন ঘোষ, মতিলাল দাস ও মনি দাস।

পলাশ দাস এর উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন নরেশ দাস, বিপ্লব দাস ও বিপিন দাস এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজ দাস, বিপ্লব দাস, সুপ্ত দাস ও সনাতন দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক অপূর্ব রায় চৌধূরী বলেন, বাঙালীরা কোনদিন উচু চেয়ারে বসতে পারতো না, যদি না এদেশে বঙ্গবন্ধু’র মতো নেতার জন্ম হতো। পাকিস্তানীরা নানান ছলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, তিনি ৪৬৮২ দিন জেল খেটেছেন, বহু ত্যাগ স্বীকার করেছেন। তবে লক্ষ থেকে পিছপা হননি। বঙ্গবন্ধু আগে থেকেই বলেছিলেন আমার মৃত্যু কখন হবে জানিনা, তবে আমার মৃত্যু হলেও যেনো তোমরা লড়াই চালিয়ে যেতে পারো তোমরা নিজেদের সেইভাবে তৈরী করো।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা আমার জীবদ্দশায় আর দেখতে পারবো না।তাঁর আদর্শে জননেত্রী শেখ হাসিনা আজ দেশ পরিচালনা করে বাংলাদেশকে আজ উন্নত দেশে পরিণত করেছে।মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

শেষে বীর মুক্তিযোদ্ধা লেবেন্দ্র দাস ও দেরবারু দাসকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়।