ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবীতে বিশাল গনজামায়েত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 6:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

রকিয়ত উল্লাহ, মহেশখালী : উন্নয়নের পক্ষে জমির ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্য ধলঘাটায় গভীর সমুদ্র বন্দরের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যার দাবিতে বিশাল গণ জামাতের অনুষ্ঠিত হয়েছে।

গত কাল ২৮শে ডিসেম্বর বিকাল ৫টায় ধলঘাটা সুতিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সাজ্জাত হোসেনের সঞ্চলনায় এ গণজামায়েত অনুষ্ঠিত হয়। ধলঘাটার গভীর সমুদ্র বন্দরের অধিগ্রহণকৃত জমির মালিকগণের ব্যানারে গন জামায়েত অনুষ্ঠানে ক্ষতিগস্থ ও অধিগ্রহণকৃত জমির মালিকের পক্ষে বক্তরা বলেন ধলঘাটাবাসীর উন্নয়নকামী,তার জন্য জমি দিব,তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বরারব কিছু দাবি জানান,দাবি গুলো হল গভীর সমুদ্র বন্দর ধলঘাটার নামে নামকরণ করতে হবে,অধিগ্রহণকৃত জমির সর্বোচ্চ ন্যায্য মূল্য হিসাবে ২ কোটি টাকার ব্যবস্থা করতে হবে। দক্ষ,অদক্ষ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত সবাইকে চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে।

প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের ৭৫% চাকুরির অগ্রাধিকার দিতে হবে ও ক্ষতিগ্রস্থ পরিবারকে জমি এবং ঘরসহ পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার নবী হোসেন আযাদ,মৌলভী আবছার, ইমদাদুল হক সুজন, ডাঃ আব্দুল হামিদ, মাষ্টার আবুল হোছাইন
শফিউল আলম, রফিকুল ইসলাম, মৌলভী নুরুল কালামসহ অধিগ্রহণকৃত জমির মালিকরা।