রাজশাহীতে নিবুস’র সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ বেসরকারী সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর উদ্দ্যেগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় পারিলা ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগামি ৩১জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবুস এর নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, পবা এর কর্মকর্তা মোঃ সৈয়দ আলী রেজা ও বোয়ালিয়া থানা কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নিবুস এর পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম।