বগুড়া ধুনট, মহান বিজয় দিবস’20 উদযাপনে অসাধারণ প্রস্তুতি
মোঃ হেলাল উদ্দিন সরকার বগুড়া প্রতিনিধি :বগুড়া জেলার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস’20, উদযাপন করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ, ধুনট উপজেলা কৃষি অফিসার মুহাঃ মুশিদুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী পোদ্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান।এবার ধুনট উপজেলার নির্বাহী অফিসার জনাব সন্জয় কুমার মহন্ত এর বিশেষ উৎসাহ উদ্দীপনার বেশ কিছু সারপ্রাইজ মুলক বিষয় ও কর্মকাণ্ড দেখা যাবে মহান বিজয় দিবসে।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।